মির্জা, স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে চূড়ান্ত সুপারিশ পাওয়ার আনন্দে দেশজুড়ে সব থানায় একযোগে উদযাপান করে পুলিশ। রবিবার ৭ মার্চ বিকেল ৩টা থেকে দেশের ৬৬০টি থানায় নানা কর্মসূচির মধ্য দিয়ে এ অর্জনটি উদযাপন করা হয়। উক্ত কর্মসূচির আওতায় বগুড়ার সান্তাহার রেলওয়ে থানায় কেক কেটে আনন্দ উদযাপন অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলীর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা আজমল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, রেলওয়ে কমান্ড বীর মুক্তিযোদ্ধা রশিদ আহসান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন সাচ্চু, ছাত্রলীগের সভাপতি মাহামুদুর হাসান মুন্না প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সান্তাহার রেলওয়ে থানার (এস আই) মো: তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, শাহ আলমসহ থানার অন্যান্য সকলেই।
উলেক্ষ্য, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশপ্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন