স্টাফ রিপোর্টার :: নিরাপদ দেশ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় বগুড়ার সান্তাহারে জেলা পুলিশের আয়োজনে এবং সান্তাহার ফাঁড়ি পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ শনিবার বেলা ১১টায় সান্তাহার পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
ফাঁড়ি পুলিশের এই পরিদর্শক বলেন, যারা এতদিন নারীদের অসম্মান করেছেন, উত্যক্ত করেছেন, শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন এবং ধর্ষণকারী বা ধর্ষণের মনোভাব রাখেন তাদের অশনী সংকেত জানাচ্ছে বাংলাদেশ পুলিশ। তাদের জন্য কঠোর ব্যবস্থা নেয়া হবে। বিট পুলিশিংয়ের এই সমাবেশের মাধ্যমে তাদের এই বার্তা জানানো হচ্ছে। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে নারীদের নির্যাতন প্রতিরোধে এমন সিদ্ধান্ত যুগোপযোগী। দেশের শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের মাঝে যে আওয়াজ উঠেছে তাতে একমত বাংলাদেশ পুলিশ। পাশাপাশি পরিবারের অভিভাবকরা তাদের সন্তানের প্রতি আরও সচেতন হতে বলেন তিনি।
সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, বগুড়া জেলা পরিষদের সদস্য এসএম জাহিদুর বারী, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, সাংগঠনিক নিসরুল হামিদ ফুতু, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, অধ্যক্ষ সাইফুল ইসলাম, শিক্ষার্থী সাদিয়া ইসলাম, সান্তাহার শহর বিট পুলিশিং কর্মকর্তা ও ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন