AHMnewsTeam ::: বগুড়ার সান্তাহারে রক্তিম রঙে রঙিন হয়ে উঠেছে শিমুল গাছের ফুল। গাছে এখন পাতা নেই শুধু ফুল আর ফুল, ফুটন্ত এসব ফুল যেন দৃষ্টি কেড়ে নিচ্ছে সব পথিকের। আর এসব রক্তলাল ফুল থেকে সাদা ধূসর হয়ে তৈরি হয় তুলা। কিন্তু এখন বিভিন্ন প্রযুক্তিতে তুলা তৈরি ও ফোম ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিমুল তুলা ব্যবহার অনেকটা কমে গেছে। আজ থেকে প্রায় দুই দশক আগে গ্রামাঞ্চলের বিভিন্ন জায়গায় গাছে গাছে শোভাবর্ধন করতো এই শিমুল ফুল। তবে কালের বিবর্তনে ঋতুরাজ বসন্তে এখন আর যেখানে সেখানে চোখে পড়েনা শিমুল গাছ। মূল্যবান এ গাছ এখন প্রায় বিলুপ্তির পথে।
সান্তাহার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ইয়ার্ড কলোনীর বাসিন্দা মো. আলাউদ্দীন জানান, শিমুল গাছ একসময় গ্রামীন মানুষদের অর্থনৈতিক সমৃদ্ধি এনে দিত। শিমুলের তুলা কুড়িয়ে বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করতেন। আবার কেউ কেউ নিজের গাছের তুলা দিয়ে লেপ, তোষক, বালিশ বানাতো। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় শিমুল গাছ এখন আর তেমন একটা চোখে পড়ে না। শিমুল গাছের কাঠ দিয়ে তৈরিকৃত ফার্নিচার খুব বেশি স্থায়ীত্ব হয় না। এছাড়া বিভিন্ন প্রযুক্তিতে তুলা তৈরি ও ফোম ব্যবহার বৃদ্ধি পাওয়ায় শিমুল তুলা অনেকে আর ব্যবহার করছে না। ফলে শিমুল গাছ বিলুপ্তির পথে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন