সান্তাহারে রেললাইনের জোড়া ভেঙ্গে সাড়ে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ - AHM NEWS 24.COM

AHM NEWS 24.COM

First of all, visit to know the latest news...

Breaking

Post Top Ad

 

Ahmnews

শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

সান্তাহারে রেললাইনের জোড়া ভেঙ্গে সাড়ে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ



আহসান হাবীব মির্জা ::  বগুড়ার সান্তাহারে শুক্রবার ২৩ অক্টোবর রেলওয়ের মেইন লাইনের জোড়ার পাতি ভেঙ্গে গিয়ে প্রায় সাড়ে ৩ ঘন্টা ধরে সারা দেশের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকালে পথচারি এক কিশোর ঘটনাটি দেখতে পেয়ে লাল নিশানা দিয়ে রাখায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা মিলে। 


জানা গেছে, এদিন বিকাল ৪ টার দিকে সান্তাহারের কেনলাপাড়া গ্রামের সামনে রেলওয়ের মেইন লাইন দিয়ে হেটে যাবার সময় ওই গ্রামের আলম হোসেনের ছেলে নাইম (১৭) নামের এক কিশোর রেললাইনের পশ্চিম পাশের জোড়ার পাতি ভাঙ্গা দেখতে পায়। সে তাৎক্ষণিক ভাবে লাল রংয়ের কাপড় যোগাড় করে ওই স্থানে নিশানা টাঙ্গিয়ে দিয়ে বৃষ্টির মধ্যেই অপেক্ষা করতে থাকে। 



বিকাল ৫টার দিকে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি মালবাহী ওয়াগনের খালী র‍্যাক খুলনার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলের এক/দেড় শত মিটার দূর থেকে ওই মালবাহী ট্রেনের চালক লাল নিশান এবং রেললাইনের উপর অনেক লোকজন দেখে ট্রেনটি থামিয়ে দেয়। এরপর তারা ওই স্থানে গিয়ে পাতি ভাঙার ঘটনা জানতে পারেন। পরে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মোবাইল ফোনে অবহিত করেন। 


এরপর সান্তাহার রেলওয়ের উর্ধতন উপসহকারী প্রকৌশলী (পথ) আফজাল হোসেন তাঁর দপ্তরের জনবল নিয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পাতি মেরামত করার পর রাত সাড়ে ৭ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


☞ আরও নিউজ পড়ুন নিচের লেখায় ক্লিক করে ⬇

দেশের সকল আপডেট খবর পেতে আমাদের পেইজে ভিজিট করুন https://www.facebook.com/ AHM news 24  



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad


Pages