নওগাঁতে 'মুজিব শতবর্ষ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে' বিজয়ী সান্তাহারের বাংলা প্রাইভেট একাদশ - AHM NEWS 24.COM

AHM NEWS 24.COM

First of all, visit to know the latest news...

Breaking

Post Top Ad

 

Ahmnews

শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

নওগাঁতে 'মুজিব শতবর্ষ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে' বিজয়ী সান্তাহারের বাংলা প্রাইভেট একাদশ


AHMnewsTeam :::  নওগাঁ মেরিগোল্ডপাড়া ক্রিকেটপ্রেমি যুব সমাজের উদ্যোগে আয়োজিত "মুজিব শতবর্ষ শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১" এর ফাইনাল খেলায় বিজয়ী হয়েছে বাংলা প্রাইভেট একাদশ (সান্তাহার)। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্বোধক কে এম মোরশেদ খান, সভাপতি কামরুল হাসান কাঞ্চন, প্রধান অতিথি আজাহারুল ইসলাম, বিশেষ অতিথি এস এম মতিউজ্জামান এবং মোঃ আসাদুজ্জামান।

তরুন সমাজকে মাদকমুক্ত রাখা ও শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য খেলাধুলায় আগ্রহী করার লক্ষ্যে নওগাঁ-ঢাকা কোচ স্টাফ সমবায় সমিতির সার্বিক পৃষ্ঠপোষকতায় এবং নওগাঁ মেরিগোল্ডপাড়া ক্রিকেটপ্রেমি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনালে ওঠে বাংলা প্রাইভেট একাদশ (সান্তাহার) ও কাটাপ্পা একাদশ (নওগাঁ)। ভদ্রলোকের খেলা ক্রিকেটের মর্যাদাপূর্ণ টানটান ফাইনালে কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম না দিয়ে বরং সৌহার্দ্য - সম্প্রীতির মাঝে শেষ হওয়া ম্যাচে যোগ্য দল হিসাবে মোছাদ্দেক হোসেনের বাংলা প্রাইভেট একাদশ বড় ব্যবধানে জয়লাভ করে। 



খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার স্বরূপ ফ্রিজ ও পরাজিত দলের হাতে এল.ই.ডি. টিভি তুলে দেন ফাইনাল পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অামন্ত্রিত অতিথিগণ। সর্বোচ্চ রান সংগ্রাহক জিল্লুর রহমান (বাংলা প্রাইভেট একাদশ) ও সর্বোচ্চ উইকেট শিকারী সুমন (কাটাপ্পা একাদশ) কে একটি করে মোবাইল ফোন উপহার দেয়া হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad


Pages