এ এইস মির্জা ,স্টাফ রিপোর্টার ::: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার নবনির্বাচিত মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু শপথ গ্রহণ করেছেন। একইসঙ্গে পৌরসভার ৯ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৩ জন কাউন্সিলর শপথ নিয়েছেন।
সোমবার ০৮ ফেরুয়ারি বেলা ৩টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগের ছয়টি জেলার ১৯ পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং ১৭১ জন সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত নারী আসনের ৫৭ জন কাউন্সিলর শপথ নিয়েছেন। শপথগ্রহণ অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ুন কবীর তাদের শপথবাক্য পাঠ করান। সান্তাহার পৌরসভার মেয়রসহ পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলর হাবিবুল আলম, মমতাজ আলী, নজরুল ইসলাম, ওয়াহেদুল ইসলাম, আলউদ্দীন, হুমায়ুন কবির, আব্দুল কুদ্দুস, জার্জিস আলম রতন, কামরুল ও সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর তাছলিমা, মাহাবুবা জামান রত্না ও জাহানারা বেগমকে শপথ করানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে বলেছেন, মানুষ ভালবেসে আপনাদের প্রতি আস্থা রেখে আপনাদের নির্বাচিত করেছেন। দায়িত্ব পালনের সময় মানুষের সেই আস্থার যেন প্রতিফলন ঘটে। বর্তমান সরকার স্থানীয় সরকারকে অনেক গুরুত্ব দিয়ে আসছে। সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে মানুষের আস্থার প্রতিফলন ঘটবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন