সান্তাহারে ভাষা দিবসকে ঘিরে ব্যস্ততা বেড়েছে ফুল ব্যবসায়ীদের - AHM NEWS 24.COM

AHM NEWS 24.COM

First of all, visit to know the latest news...

Breaking

Post Top Ad

 

Ahmnews

শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

সান্তাহারে ভাষা দিবসকে ঘিরে ব্যস্ততা বেড়েছে ফুল ব্যবসায়ীদের


মির্জা, স্টাফ রিপোর্টার ::: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবসকে ঘিরে বগুড়ার আদমদিঘীর সান্তাহারে বেড়েছে ফুল ব্যবসায়ীদের ব্যস্ততা। সান্তাহারে মেইন রাস্তার পাশে ফুলের দোকানগুলোতে দেখা মিলছে উপচে পড়া ভিড়। করোনাকালীন সময়েও মানুষের মধ্যে নেই তেমন ভীত । শহীদ বেদীতে শ্রদ্ধা জানানোর জন্য ফুলের বেদী বানানোর অর্ডার দিচ্ছেন মানুষজন ।


২১শে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফুলের দাম একটু বেশি হলেও ক্রেতার কমতি নেই পাইকারি ও খুচরা দোকানগুলোতে। প্রতিটি গোলাপ ১০ থেকে ১৫ টাকা, রজনীগন্ধার প্রতিটি ১৫ থেকে ২০ টাকা,গাঁদা ফুল ১০০টি ১৫০ টাকা করে বিক্রি হচ্ছে । ফুলের দাম কিছুটা বাড়তি থাকার কারণে ব্যবসায়ীদের চোখে মুখেও আনন্দের ঝিলিক। চাহিদার তুলনায় ফুল সরবরাহে ঘাটতি হবে না বলেই জানান ফুল ব্যবসায়ীরা।


সান্তাহার কালী মন্দির এর সামনের ফুলের দোকানগুলোতে সকাল থেকে রাত অবধি ফুল কেনাবেচা চলছে। করোনাকালীন ফুলের ব্যবসা ঝিমিয়ে পড়লেও শহীদ দিবস ও ভাষা দিবস উপলক্ষে ফুলের মার্কেট জমে ওঠেছে। গায়েন পুস্পলায় নামের ফুলের দোকানের মালিক বলেন করোনা কালে সীমিত পরিসরে সব কিছু খুলে দেওয়ার পরও ফুলের ব্যবসা তেমন হচ্ছিল না। তবে গতকাল বেশ ভালোই লাভ হয়েছে।


আরেক ফুল ব্যবসায়ী বলেন সরকারি অফিস গুলো থেকে বেশি ফুলের বেদীর অর্ডার পাচ্ছি । তা ছাড়া বিভিন্ন  সংগঠনের অর্ডার ও আসছে। ফুল কিনতে আসা ছাএলীগ নেতা মারুফ হোসেন রবিন বলেন,ডাকবাংলো শহীদ মিনারে শ্রদ্ধা জানাবো, এজন্য ফুল কিনতে আসছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad


Pages