সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ২৮০ পিস নেশাদ্রব্য সহ ফুলজানকে গেফতার করেছে। |
নিজস্ব প্রতিনিধি,আদমদীঘি বগুড়া:
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনে তল্লাশী চালিয়ে নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগে ২৮০ পিস নেশার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ সোহাগী খাতুন ওরফে ফুলজানকে (৩৫) গ্রেপ্তার করেছে।
বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ট্রেনে তল্লাশী চালিয়ে নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগে ২৮০ পিস নেশার বুপ্রেনরফাইন ইনজেকশনসহ সোহাগী খাতুন ওরফে ফুলজানকে (৩৫) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত ফুলজান জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়ম রসুলপুর গ্রামের মোতালেব হোসেনের মেয়ে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মনজের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস আন্তনগর ট্রেনে অভিযান চালানো হয়।
এসময় ট্রেনটি সান্তাহার রেলওয়ে থানাধীন রাণীনগর স্টেশন এলাকায় পৌঁছালে ওই নারী যাত্রীর ভ্যানিটি ব্যাগ তল্লাশী করে ২৮০ পিস নেশার ইনজেকশনসহ তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইনজেকশনের আনুমান মূল্য ৮৪ হাজার টাকা বলে জানা যায়।
এএইচএম নিউজ/এএইচ মির্জা/শেয়ার করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন