---বজ্র মেঘের আওয়াজের সাথে রিম ঝিম 'বৃষ্টি' নামলো! রুক্ষ মাটিতে অনেকদিন পর বৃষ্টির ফোঁটা পড়লে একধরণের ঘ্রাণ ছড়ায়। সেই ঘ্রাণ নিতে নিতে শরীর মন শীতল হয়ে আসে। তারপর জানালার পাশে বসলে শীতল হাওয়া এসে দূর করে মনের ক্লান্তিগুলোকে।
আদিকাল হতে এভাবেই কোনো বৃষ্টিরাত অনেকের অবষাদগুলোকে ঠেলে দিয়েছে কিছুটা দূরে, দিতে থাকবে হাজার বছর ধরে, বৃষ্টির মতো চাঁদ, সাগর, রাতের তারাগুলোও মুগ্ধতা ছড়াবে প্রতিদিন প্রতিরাত ঠিক নতুন করে। কিন্তু কেউই বেঁচে থাকেনা চিরকাল দেখার জন্যে! প্রকৃতির অপরূপ বিস্ময় দেখার জন্যে মানুষের জীবনটা খুবই ছোটো ---
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন