আদমদীঘিতে লেবুজাতীয় চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি অফিস - AHM NEWS 24.COM

AHM NEWS 24.COM

First of all, visit to know the latest news...

Breaking

Post Top Ad

 

Ahmnews

সোমবার, ২০ জুলাই, ২০২০

আদমদীঘিতে লেবুজাতীয় চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি অফিস



নিজস্ব প্রতিনিধি,আদমদীঘি বগুড়াঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় লেবুজাতীয় ফল চাষ বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

সোমবার (২০জুলাই) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে ৬০ জন প্রশিক্ষিত কৃষকদের মাঝে ৪ হাজার ১০টি লেবুজাতীয় চারা, ১২০টি স্প্রেয়ার ও সিকেচার মেশিন, জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এসময় বালাইনাশক সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে একক অথবা মিশ্র ফল বাগান প্রদর্শনী বাস্তবায়নে ৬০ জন প্রশিক্ষিত প্রদর্শনীপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের মধ্যে বারি মাল্টা-১ ও বারি লেবু-১ জাতের মোট ৪০১০ টি চারা, ৬০টি স্প্রেয়ার, ৬০টি সিকেচার, জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এএইচএম নিউজ/এএইচ মির্জা/শেয়ার করুন।

1 টি মন্তব্য:

Post Bottom Ad


Pages