আদমদীঘিতে লেবুজাতীয় চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি অফিস - AHM NEWS 24.COM

.com/img/a/

First of all, visit to know the latest news...

Post Top Ad

সোমবার, ২০ জুলাই, ২০২০

demo-image

আদমদীঘিতে লেবুজাতীয় চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি অফিস

 

bannar


AddText_07-20-08.24.37

নিজস্ব প্রতিনিধি,আদমদীঘি বগুড়াঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় লেবুজাতীয় ফল চাষ বৃদ্ধি করতে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 

সোমবার (২০জুলাই) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র চত্বরে ৬০ জন প্রশিক্ষিত কৃষকদের মাঝে ৪ হাজার ১০টি লেবুজাতীয় চারা, ১২০টি স্প্রেয়ার ও সিকেচার মেশিন, জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এসময় বালাইনাশক সংশ্লিষ্ট ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আদমদীঘি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী জানান, লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ২০১৯-২০ অর্থবছরে একক অথবা মিশ্র ফল বাগান প্রদর্শনী বাস্তবায়নে ৬০ জন প্রশিক্ষিত প্রদর্শনীপ্রাপ্ত কৃষক-কৃষাণীদের মধ্যে বারি মাল্টা-১ ও বারি লেবু-১ জাতের মোট ৪০১০ টি চারা, ৬০টি স্প্রেয়ার, ৬০টি সিকেচার, জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এএইচএম নিউজ/এএইচ মির্জা/শেয়ার করুন।

Post Bottom Ad

Pages