AHMnewsTeam ::: বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহাসিক সোনারা ও শিববাটি মেলা রবিবার থেকে অনুষ্ঠিত। ১৭৫ বছর যাবত চিরাচারিত নিয়মে উক্ত মেলা দুটি অনুষ্ঠিত হয়ে আসছে বলে এলাকাবাসী জানিয়েছেন। উপজেলার নশরৎপুর ইউনিয়নে শাওইল ঘোড়াদহ গ্রামের সন্নিকটে সোনারা এবং কুন্দগ্রাম ইউনিয়নে শিববাটি মেলা বসবে। করোনা সক্রমণের কারণে মেলা দুটি অনুষ্ঠিত হয়নি। গত দুই বছর সরকারিভাবে মেলা দুটির অনুমতি এক মেলা চলে ৩/৪ দিন দিনের হলেও ধরে। মেলা দুটিকে কেন্দ্র করে এলাকায় সাজ সাজ রব দেখা যায়। উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নে শিববাটি মেলায় বিভিন্ন ফলও বিক্রি ছিলো চোখে পড়ার মতো।
মেলাকে ঘিরে আদমদীঘি, আক্কেলপুর, দুপচাঁচিয়া, ক্ষেতলাল, কালাই, কাহালু উপজেলাসহ আশেপাশের উপজেলার গ্রাম থেকে আসা আত্মীয় স্বজনের কেনাকাটার বেশ চোখে পড়ে। মেলা দুটিকে কেন্দ্র করে প্রায় প্রতিটি বাড়িতে আত্মীয় - স্বজনের উপস্থিতি দেখা দেয় । উক্ত দুটি মেলায় নাগরদোলা , পুতুলনাচ , নানা রকমের আসবাবপত্রের দোকান বসে । বড় বড় মাছের জন্য বিখ্যাত এই মেলা । মেলার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় বৌ মেলা । বৌ মেলাতে বিপুল নারীর সমাগম ঘটে । মেলা থেকে নানা রকম দ্রব্য কেনার জন্য প্রচুর ক্রেতা উপস্থিত হয় । মেলা উপলক্ষে ইতিমধ্যে নানা রকম দোকান গোছানো শুরু হয়েছে । রাত - দিন চলছে নানা প্রস্তুতি । ব্যবসায়ীরা জানান , এই মেলা দুটিতে একদিনে কয়েক লক্ষ্য টাকার কেনাবেচা হবে বলে তারা আশাবাদী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন