স্টাফ রিপোর্টার ::: দ্বিতীয় দফার করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ক্রেতা ও পথচারীসহ নিম্ন আয়ের মানুষের মাঝে হাবিব মেডিক্যাল স্টোরের পক্ষথেকে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। সেই সাথে উপস্থিত সম্মানিত সকলকে মাস্ক ব্যবহারে অনুরোধ করা হয়।
সান্তাহার পৌর শহর ও এর আশে পাশের জনবহুল এলাকায় হাবিব মেডিক্যাল স্টোরের সৌজন্যে এসব মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উক্ত প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ফার্মাসিটিক্যাল প্রতিনিধিসহ সকলেই উপস্থিত ছিলেন।
হাবিব মেডিক্যাল স্টোরের পরিচালক জানান, শীতকালে করোনা ভাইরাসের পার্দূভাব ও শীতকালীন সাধারণ রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারনে পৌর শহরের বিভিন্ন মোড়ে, সিএনজি স্ট্যান্ডে আমরা মাস্ক বিতরণ ও জনসচেতনতা তৈরির জন্য পূর্বের ন্যায় কাজ করে যাচ্ছি, যা শীতকালীন সময় পর্যন্ত চলমান থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন