সান্তাহারে বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন - AHM NEWS 24.COM

.com/img/a/

First of all, visit to know the latest news...

Post Top Ad

শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১

demo-image

সান্তাহারে বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন

 

bannar

AhmText_01-23-08.21.29

মির্জা, স্টাফ রিপোর্টার:: বগুড়ার আদমদীঘির সান্তাহার বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে শ্রী বৈরাগী লাল প্রধান ৪র্থ বারের মতো সভাপতি ও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় শ্রী শান্ত বাঁশফোর সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন।


শনিবার ২৩ জানুয়ারি সান্তাহার চা-বাগান সার্বজনীন হরিজন দূগামন্দির চত্বরে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় ভোট গনণা শেষে নির্বাচন কমিশনার কাউন্সিলর আব্দুল কুদ্দুস ভোটের ফল ঘোষনা করেন। অন্যান পদে যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন- সহ-সভাপতি শ্রী গঙ্গা বাঁশফোর, সহ-সম্পাদক শ্রী সন্তোশ, সাংগঠনিক সম্পাদক শ্রী জনি, দপ্তর সম্পাদক শ্রী মেহলাল, ক্যাশিয়ার শ্রী প্রদিপ বাঁশফোর নির্বাচিত হয়েছেন। নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জার্জিস আলম রতন, আলাউদ্দিন, পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ, কেন্দ্রীয় বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদের সভাপতি রমুনাথ বাঁশফোর, আওয়ামীলীগ নেতা আবুল খায়ের, রনি,বিএনপি নেতা মাহামুদুল আলম প্রমূখ।

IMG_20210123_201048

উল্লেখ্য, সান্তাহার বাঁশফোর হরিজন কল্যাণ পরিষদের মোট ভোটার ৩৩৬ জন। নির্বাচনে ভোটাধীকার প্রয়োগ করেন ২৭৬জন। সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অর্জুন কুমার বাঁশফোর, রনি লাল বাঁশফোর ও পলাশ কুমার বাঁশফোর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages