সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর শাখার কমিটি ঘোষণা - AHM NEWS 24.COM

.com/img/a/

First of all, visit to know the latest news...

Post Top Ad

শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

demo-image

সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ শেরপুর শাখার কমিটি ঘোষণা

 

bannar

 
AddText_10-14-09.12.33

শেরপুর (বগুড়া) প্রতিনিধি :: সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) বগুড়ার শেরপুর উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। 


শনিবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার স্যাটকম এগ্রো পার্ক (সাবেক সাউদিয়া পার্ক) এর হলরুমে উপজেলা কমিটির আহ্বায়ক উৎপল মালাকারের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম শাওনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি)’র কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মীর। 


বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি)’র বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব মির্জা, উপদেষ্টা রেজাউল করিম রেজা, শেরপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, শেরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সাংবাদিক উন্নয়ন সোসাইটি অব বাংলাদেশ (এসইউএসবি) শেরপুর শাখার ১নং নির্বাহী সদস্য আবু বকর সিদ্দিক, সাংবাদিক রেজাউল করিম রেজা প্রমূখ। 


পরে, উপস্থিত সদস্যদের কন্ঠভোটে শ্রী উৎপল মালাকার (ব্যবস্থাপনা সম্পাদক, সাপ্তাহিক উত্তরাঞ্চল বার্তা) কে সভাপতি, সনাতন কুমার সরকার (দৈনিক বাংলাদেশ সমাচার) কে সহ-সভাপতি, শহিদুল ইসলাম শাওন (দৈনিক দিনকাল/ডেল্টা টাইমস্) কে সাধারণ সম্পাদক ও সেলিম রেজা (দৈনিক পুনরুত্থান) কে যুগ্ম সাধারণ সম্পাদক, জাহিদ হাসান (দৈনিক দেশ রূপান্তর) কে সাংগঠনিক সম্পাদক, কামরুল হাসান নিক্কণ (দৈনিক একুশে বানী) কে দপ্তর সম্পাদক, রেজাউল করিম রেজা (সম্পাদক ও প্রকাশক অন্যভূমি) কে সাহিত্য সম্পাদক, মেহেদী হাসান পলাশ (দৈনিক ক্রাইম তালাশ) কে প্রচার সম্পাদক, মিলন সরকার (দৈনিক নাগরিক ভাবনা) কে ক্রীড়া সম্পাদক, আবু বক্কর সিদ্দিক (সিনিয়র স্টাফ রিপোর্টার, সাপ্তাহিক উত্তরাঞ্চল বার্তা, দৈনিক আজকের জনবানী) কে নির্বাহী সদস্য, সানোয়ার হোসেন (অনলাইন দৃশ্যপট/দৈনিক বিজয়) কে নির্বাহী সদস্য, হেলাল উদ্দিন শেখ (বিডি ক্যাম্পাস.কম ) কে নির্বাহী সদস্য, রাজু আহমেদ (অনলাইন তৃণমূল বাণী ২৪.কম) কে নির্বাহী সদস্য, আনোয়ার হোসেন (বাংলা টাইমস্ ২৪. কম) কে নির্বাহী সদস্য, জাহাঙ্গীর আলম (স্বাধীন নিউজ.কম) কে নির্বাহী সদস্য করে কমিটি ঘোষণা করা হয়। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages