নিজস্ব প্রতিনিধি,আদমদীঘি বগুড়াঃ
বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহের জেরধরে স্ত্রীর সাথে অভিমান করে স্বামী নুরুল ইসলাম তালুকদার (৫৫) বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবনে আত্মহত্যা করেছে। গত রোববার দিবাগত রাত আড়াই টায় আদমদীঘির উজ্জলতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নুরুল ইসলাম তালুকদার ওই গ্রামের তাছির তালুকদারের ছেলে। গতকাল সোমবার দুপুরে
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে আদমদীঘি
থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। এ ব্যাপারে আদমদীঘি
থানায় একটি ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল ইসলামের দুই ছেলে প্রবাসে রয়েছে। এক ছেলে মোহন
চাঁন বাড়িতে থাকে। তাকে ইজিবাইক কিনে দেয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়। গত রোববার দিবাগত রাত আড়াই টায় নুরুল ইসলাম বাথরুমে গিয়ে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবন করে অসুস্থ হয়। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
চাঁন বাড়িতে থাকে। তাকে ইজিবাইক কিনে দেয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ হয়। গত রোববার দিবাগত রাত আড়াই টায় নুরুল ইসলাম বাথরুমে গিয়ে বিষাক্ত গ্যাসট্যাবলেট সেবন করে অসুস্থ হয়। তাকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এএইচএম নিউজ/এএইচ মির্জা/শেয়ার করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন