সান্তাহারে এম্পুলসহ গ্রেপ্তার ১ - AHM NEWS 24.COM

.com/img/a/

First of all, visit to know the latest news...

Post Top Ad

সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

demo-image

সান্তাহারে এম্পুলসহ গ্রেপ্তার ১

 

bannar

AddText_04-03-02.38.19


AHMnewsTeam ::: বগুড়ার সান্তাহারে ১৫ পিস এম্পুলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা। সোমবার সকালে এ ঘটনায় মাদকদ্রব্য আইনে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারি সজল (২৮) নওগাঁ জেলার নিউ সাহাপুর (বাহারপট্টি) এলাকার বিপ্লব হোসেনের ছেলে।

জানা যায়, রবিবার রাতে সান্তাহার পৌর শহরের স্টেশন রোডে একটি মুদিখানার দোকানের সামনে পাকা সড়কের উপর মাদক কেনা-বেচার উদ্দেশ্যে সজল ঘোরাফেরা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ১৫ পিস নেশা জাতীয় এম্পুল উদ্ধার করা হয়ে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ ওসি রেজাউল করিম রেজা বলেন, মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

Pages