AHMnewsTeam ::: “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের গৃহ প্রদান ৩য় পর্যায়ে (দ্বিতীয় ধাপে) সারা দেশ ব্যাপী ২১ জুলাই বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।
বগুড়ার আদমদীঘি উপজেলায় গৃহ বা ঘর নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে (২০ জুলাই) বুধবার সকালে নিজ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সংবাদ সম্মেলনের অয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২১ জুলাই বৃহস্পতিবার সকাল ৯ টায় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এ কর্মসুচীর উদ্বোধন করবেন। ওইদিন অত্র উপজেলায় ৩০টি ভুমিহীন পরিবারের নিকট জমি ও নির্মিত ঘর প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স সফল করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু।
উল্লেখ্য : আদমদীঘি উপজেলায় মোট ২৫৪ টি ভুমিহীন পরিবারের মধ্যে ১ম পর্যায়ে ১০০টি পরিবারকে, ২য় পর্যায়ে ২৫টি, ৩য় পর্যায়ে ১ম ধাপে ১৫টি এবং ২য় ধাপে আরো ৩০টি পরিবারসহ মোট ১৭০টি পরিবারকে ভূমি ও নির্মিত ঘর প্রদান করা এবং বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ১০টি পরিবারের মাঝে একটি করে অগভীর নলকূপ স্থাপন করা হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন