AHMnewsTeam ::: বগুড়ার আদমদীঘির সান্তাহারে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা ১১টায় উপজেলার সান্তাহার পৌর শহরের মহিলা কলেজ চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম খান রাজু টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্রাবণী রায়, সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা চন্দন, তাপস, মন্টু ও কাউন্সিলর নজরুল ইসলাম প্রমূখ।
উদ্বোধনী দিনে উপজেলার সান্তাহার পৌর শহরের পৌঁওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও মহিলা কলেজ মাঠে ১১০৪ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু করা হয়। এ কর্মসূচীর আওতায় এই দফায় প্রতিটি পরিবার ৪৬০ টাকায় ২ লিটার তেল (২২০ টাকা), ২ কেজি ডাল (১৩০ টাকা) ও ২ কেজি চিনি (১১০ টাকা) কিনতে পারছেন বলে জানিয়েছেন মেসার্স দেবনাথ ট্রেডার্সের পরিবেশক অশিত দেবনাথ বাপ্পা। পর্যায়ক্রমে সান্তাহার পৌর শহরসহ উপজেলার ৬ ইউনিয়নে ৯ হাজার ৮৬৬ টি তালিকাভুক্ত পরিবার টিসিবির পণ্য কিনতে পারবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন