AHMnewsTeam ::: বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে তিন বখাটে যুবকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক এ রায় প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হাসান, এএসআই আশরাফ হোসেন, সান্তাহার পুলিশ ফাঁড়ির এএসআই রুস্তুম ফারুক প্রমূখ।
সাজাপ্রাপ্তরা হলো, নওগাঁর আত্রাই উপজেলার আন্দারকোটা গ্রামের আলাউদ্দীনের ছেলে তমাল (১৮), একই গ্রামের ছোলায়মানের ছেলে সুমন (১৮) ও মৃত আব্দুস সাত্তারের ছেলে আবু সাঈদ (১৮)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাট এলাকায় এক স্কুল ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিলেন। এসময় মোটরসাইকেল যোগে তিন বন্ধু ওই ছাত্রীর সামনে দিয়ে যাওয়ার সময় তাকে ইভটিজিং করে। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসি বখাটে তিনবন্ধুকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক জানান, দন্ডপ্রাপ্ত তিন জন ওই স্কুলছাত্রীর পূর্ব পরিচিত বা এই এলাকার বাসিন্দা নয়। তাছাড়া তিন যুবককে তারা আগে কখনো দেখেন নি। ওই দিন স্কুলছাত্রীকে ইভটিজিং করার দায়ে তাদের জরিমানাদন্ড দেয়া হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন