‘যানজট মুক্ত শহর চাইলে ট্রাফিক আইন মেনে চলতে হবে’ সার্কেল এসপি নাজরান রউফ - AHM NEWS 24.COM

AHM NEWS 24.COM

First of all, visit to know the latest news...

Breaking

Post Top Ad

 

Ahmnews

সোমবার, ২২ নভেম্বর, ২০২১

‘যানজট মুক্ত শহর চাইলে ট্রাফিক আইন মেনে চলতে হবে’ সার্কেল এসপি নাজরান রউফ


নিজস্ব প্রতিবেদক : যানজট মুক্ত শহর চাইলে প্রথমেই ট্রাফিক আইন মেনে চলতে হবে। ট্রাফিক আইন মেনে চললে কিছুটা হলেও শহরের যানজট নিরসন হবে।

গতকাল সােমবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে বগুড়ার আদমদীঘির সান্তাহারে যানজট নিরসনে ট্রাফিক মোতায়েন অনুষ্ঠানে আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার নাজরান রউফ এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যানজট নিরসন এবং বৈধভাবে গাড়ি চালানো নিশ্চিত করতে পৌর শহরে একজন সার্জেন্ট ও দুইজন ট্রাফিক পুলিশ দেয়া হয়েছে। ফলে একদিকে যেমন যানজট নিরসন হবে অন্যদিকে সরকারের রাজস্ব বাড়বে। 

থানার ওসি জালাল উদ্দীনের সভাপতিত্বে ও সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ছাতিয়ানগ্রাম ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, আবদুল কুদ্দুস, আলাউদ্দীন, কামরুল ও সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, রেলগেটটি ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২ ঘণ্টায় বন্ধ রাখা আর ট্রাফিক পুলিশ না থাকায় প্রায় সময় যানজট লেগে থাকতো। ট্রাফিক পুলিশ মোতায়েন করায় পৌর শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad


Pages