AHMnewsTeam ::: দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন, মূর্তি ভাঙচুর, বাড়িঘড়ে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলার প্রতিবাদে নওগাঁয় শান্তি ও সম্প্রীতি র্যালী অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে "সাম্প্রদায়িক সন্ত্রাস, রুখে দাড়াও বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকালে জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এ র্যালী অনুষ্ঠিত হয়।
কর্মসূচির শুরুতেই জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মঙ্গলবার দলীয় কার্যালয় থেকে শান্তি ও সম্প্রীতি র্যালী বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্য়ালয়ে গিয়ে শেষ করেন। এরপর দলীয় কার্যালয়ের সামনে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. খোদাদাদ খান পিটু, সাধারণ সম্পাদক বিমান কুমার রায়সহ আরও অনেকেই। এছাড়া যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতা-নেত্রী ও কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, আমরা হিন্দু-মুসলিম ভাই ভাই। এই দেশ ধর্ম নিরপেক্ষতার দেশ। এখানে যে যার ধর্ম সে নির্বিঘ্নে পালন করবেন। কিন্তু একটি কুচক্রী মহল দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন, মূর্তি ভাঙচুর, বাড়িঘড়ে অগ্নিসংযোগ, লুটপাট ও হামলা করেছে। বক্তারা বলেন, ধর্ম যার যার হলেও দেশ সকলের। জননেত্রী শেখ হাসিনার এই শান্তির বার্তাকে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমাদের শান্তির দেশে অশান্তি সৃষ্টি করতে একশ্রেণির মানুষ কাজ করে আসছে। বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট করতে ওই মহল উঠেপড়ে লেগেছে। তবে যতদিন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ চলবে ততদিন ওই কুচক্রী মহলের মন্দ স্বপ্ন ও আশাকে আমরা বাস্তব হতে দিবো না। দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য বাংলাদেশ যুবলীগ সব সময় প্রস্তুত আছে। অতিসত্বর সন্ত্রাসীদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন