AHMnewsTeam ::: বগুড়ার আদমদীঘি উপজেলায় ছাতনী প্রান্নাথপুর গ্রামে মঙ্গলবার ৪ মে সকালে কৃষি যান্ত্রিকীকরণে সমলয়ে চাষাবাদের ৫০ একরের ব্লক প্রদর্শনীতে আজ কম্বাইন হার্ভেস্টারের সাহায্যে ধান কর্তনের শুভ উদ্বোধন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলার সান্তাহার ইউনিয়নের ছাতনী প্রান্নাথপুর গ্রামে কম্বাইন হার্ভেস্টারের সাহায্যে ধান কর্তন কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার কৃষিবিদ সুজয় পাল, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায়।
আদমদীঘি উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জনাব মো. আমির হোসেন, সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এরশাদুল হক টুলু, সান্তাহার ও ছাতনী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. কামরুল আহসান কাঞ্চন প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন