স্টাফ রিপোর্টার ::: আসন্ন বগুড়ার সান্তাহার পৌরসভার নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ আর প্রচার-প্রচারণায় জমে উঠছে। প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারের দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন পরিচ্ছন্ন আধুনিক পৌরসভা গড়ার। আর ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকেই নির্বাচনে বেছে নেবেন তারা।
পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, শহরের রাস্তাঘাট, অলিগলি ও পাড়া-মহল্লা এখন মিছিল আর স্লোগানমুখর। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো পৌর শহর। চায়ের দোকান থেকে শুরু করে বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধুই পৌর নির্বাচন। প্রার্থীরা ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও ইসলামী আন্দোনের মনোনীত প্রার্থী অংশ নিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের পৌর নির্বাচনে মেয়র প্রার্থী ৩ জন, পুরুষ কাউন্সিলর ২৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে তারা প্রত্যেকে আশাবাদী। সেই লক্ষ্যে জনগণের সমর্থন নিশ্চিত করতে প্রার্থীরা নিয়মিত প্রচারণা চালিয়ে যাচ্ছেন। দিচ্ছেন বিভিন্ন প্রতিশ্রুতি। ভোটারদেরও কাছে থেকে শুনছেন তাদের দাবি-দাওয়ার কথা।
আওয়ামী লীগ মনোনীত পৌর মেয়রপ্রার্থী আশরাফুল ইসলাম মন্টু ব্যাপক গণসংযোগ করে বেড়াচ্ছেন। তিনি জানান, মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে সান্তাহার পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। তিনি সান্তাহার পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা এবং যানজট নিরসনসহ মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি দেন।
বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু সমানভাবে প্রতিটি ঘরে ঘরে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তিনি প্রত্যেক ভোটারকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জানান।
এছাড়া ইসলামী আন্দোনের মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক বলছেন, প্রতীক পাওয়ার পর থেকে তিনি কর্মীদের নিয়ে সকাল-বিকেল ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।
একইভাবে নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করে পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। সবাই নিজ নিজ প্রতীকে ভোট দিতে ভোটারদের কাছে অনুরোধ জানান। পিছিয়ে নেই মহিলা প্রার্থীরাও।
আওয়ামী লীগ মনোনীত পৌর মেয়রপ্রার্থীর গণসংযোগের সময় সালাম ও বাবুর আলী বলেন, এবারের পৌর নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।
প্রসঙ্গত, আগামী ১৬ জানুয়ারিতে ১২টি ভোট কেন্দ্রে মোট ২৫ হাজার ৬৬৯ জন ভোটার নিয়ে সান্তাহারে পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৫৪৮ জন ও নারী ভোটার ১৩ হাজার ১২১ জন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন