কুয়াশার চাদরে ঢাকা পরেছে প্রকৃতি, সূর্যের দেখা নেই - AHM NEWS 24.COM

AHM NEWS 24.COM

First of all, visit to know the latest news...

Breaking

Post Top Ad

 

Ahmnews

সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

কুয়াশার চাদরে ঢাকা পরেছে প্রকৃতি, সূর্যের দেখা নেই


AHMnewsTeam ::: কুয়াশার চাদরে ঢাকা পড়েছে বগুড়ার আদমদীঘির প্রকৃতি। সূর্য মামারও সাধ্য হয়নি ঘন কুয়াশার সেই বৃত্ত ছেদ করে প্রকৃতির মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া। হলুদিয়া বসন্তের পিচঢালা সড়কগুলো আজ ভিজিয়েছে শিশিরবিন্দুগুলো। 


এদিকে দূর্ঘটনা এড়াতে ভোর ও রাত থেকে সড়ক-মহাসড়কগুলোতে ছোট-বড় যানবাহনগুলোকে চলাচল করতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। বেলা যতই বাড়ছে কুয়াশাও যেন আড়মোড়া দিয়ে প্রকৃতির সব কিছুকে কোলের মধ্যে টেনে নিচ্ছে।

দৃষ্টিসীমা নেমে এসেছে ২০০ মিটারের মধ্যে। তাই তীব্র শীতের কনকনানি না থাকলেও রয়েছে পথ চলার দূর্ভোগ। বিশেষ করে শ্রমজীবিদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। যাবাহনের জন্য কষ্ট, অফিস মুখিদেরও। 



এমন ঘন কুয়াশা পড়লে কৃষিতে ক্ষতির আশংকা করছেন এ অঞ্চলের কৃষকরা। বরাবরই শীতে বোরো বীজতলা ও রবি ফসল ক্ষতিগ্রস্ত হয়। বিশেষ করে কোল্ড ইনজুরি ও পচনসহ মড়ক বেড়ে যায়। তবে পরস্থিতি মোবাবেলায় এখন যথেষ্ট প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা। এমতাবস্থায় আদমদীঘির কৃষকদের সব ধরণের পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad


Pages