আদমদীঘিতে আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের নতুন কমিটির অনুমোদন |
AHMnewsTeam ::: আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের ১৩ দিন পর অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সিরাজুল ইসলাম খান রাজুকে সভাপতি ও অ্যাডভোকেট শেখ কুদরত-ই-এলাহি কাজলকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সহ-সভাপতি করা হয়েছে আবু রেজা খান, জার্জিস আলম রতন, অজয় সরকার, নাজিমুল হুদা খন্দকার ও শ্যামল মোহন্ত বাবুকে। যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা ও নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন ও মোশাররফ হোসেন।সম্মানীত সদস্য হিসাবে রাখা হয়েছে সাবেক এমপি কছিম উদ্দীন আহম্মেদ ও আশরাফুল ইসলাম মন্টুকে।
শুক্রবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় বগুড়া জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বিশেষ এক সভায় আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য সাহাবুদ্দীন ফরাজী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু স্বাক্ষরিত একটি চিঠিতে এই কমিটি অনুমোদন দেন।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে দ্বিতীয় অধিবেশনে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে সভায় আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করার পর রাত ৮টায় তা স্থগিত করা হয়। এর ১৩ দিন পর নতুন এই কমিটি অনুমোদিত হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন