AHMnewsTeam ::: আগামীকাল ১২ ডিসেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেয়াদ উত্তীর্ণের দীর্ঘ ৫ বছর পর এই ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হতে যাচ্ছে। সম্মেলন উপলক্ষে উপজেলা সদরকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। নেতা ও কর্মী-সমর্থকদের মাঝে বিরাজ করছে প্রাণচাঞ্চল্য। ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে ফেলা হয়েছে। উপজেলার চারপাশে নৌকার আদলে নির্মান করা হয়েছে অর্ধশতাধিক শুভেচ্ছা তোরণ।
শনিবারের সম্মেলনে প্রধান অতিথি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সাংগঠনিক সম্পাদক এস,এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজী। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামীলীগের সভাপতি মজিবর রহমান মজনু। সভায় সভাপতিত্ব করবেন উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কুদরত-ই-এলাহী কাজল। সম্মেলনে কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক তা নিয়ে নেতা ও কর্মী-সমর্থকদের মধ্যে চলছে নানান জল্পনা কল্পনা।
সর্ব শেষ সম্মেলন হয়েছিল ২০১২ সালের ১২ ডিসেম্বর। সে সম্মেলনে আওয়ামীলীগের তৎকালিন সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লায়ন আনছার আলী মৃধাকে সভাপতি ও সিরাজুল ইসলাম খান রাজুকে সাধারণ সম্পাদক করে ত্রি-বার্ষিক কমিটি গঠন করেছিলেন। এরপর আর সম্মেলন হয়নি। ’৭৫ পরবর্তী থেকে ’৯৫ পর্যন্ত বগুড়া-৩ সংসদীয় আসনে মৃতপ্রায় আওয়ামীগকে নিজের খরচে প্রাণ সঞ্চার করে আজকের চাঙ্গা পর্যায়ে নিয়ে আসা জনপ্রিয় নেতা আনছার আলী মৃধা ২০১৭ সালের জুলাই মাসে মৃত্যুবরণ করেন। তবে মৃধা সাহেব না থাকলেও অদ্যবধি সেই চাঙ্গা ভাব রয়েছে চোখে পড়ার মত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন