AHMNewsTeam24 ::: আজ ৩ নভেম্বর জেলহত্যা দিবস। সারাদেশের ন্যায় বগুড়ার আদমদীঘিসহ সান্তাহার পৌর আওয়ামীলীগের আয়োজনে যথাযথ মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে সান্তাহার দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনির্মিত ও কালো পতাকা উত্তলন মধ্যে দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার নেতার প্রতি কৃতিত্বে পুষ্প মাল্য অর্পণসহ বিকেলে এক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনায় সভাপতিত্ব করেন পৌর আ'লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সহ সাধারণ সম্পাদক এস এম জাহিদুল বাড়ি সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
তিনি এসময় বক্তব্যে বলেন, ৩ নভেম্বর জেল হত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী জাতীয় চার নেতা - সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামান এর প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ কুদ্রত এলাহি কাজল, হুমায়ুন কবির বাদশা, জার্জিস আলম রতন, বীর মুক্তিযুদ্ধা আনসার আলী, আশরাফুল ইসলাম মন্টু, আহসান হাবিব পিয়াল, জিল্লুর রহমান, নাজিম উদ্দিন, ডি এম দুলাল, বিপ্লব, গুলজার, হোসেন আলী বাবু, সমাজ, শামীম, রকি, মুক্তারুজ্জামান, মুন্না সহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন