নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বগুড়ায় অনুষ্ঠিত এক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী মা ও মেয়েকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত থেকে প্রধানমন্ত্রী বিজয়ীদের পুরস্কার ও সনদ প্রদান করেন। এসময় বিজয়ীদের পুরস্কার ও সনদ হাতে তুলে দেন জেলা প্রশাসক মো.জিয়াউল হক।
কুইজ প্রতিযোগিতায় বগুড়ার তিন বিজয়ীর মধ্যে দু’জন হলেন মা ও মেয়ে। তারা আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রথবাড়ি মহল্লার বাসিন্দা ও সান্তাহার টেকনিক্যাল এন্ড বি.এম কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সহধর্মীনি হুমাইরা খানম ও মেয়ে সাদিয়া ইসলাম।
আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, গত ৭ জুন সারাদেশে ঐতিহাসিক ৬-দফা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাঙালির মুক্তির সনদ ঐতিহাসিক ৬-দফা বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় উক্ত প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে স্ব-স্ব ক্ষেত্রে অবস্থানকারী বিজয়ীদের উপস্থিতি নিশ্চিত করে তাদের পুরস্কারের অর্থ ও সনদ বিতরণ অনুষ্ঠানের মূল আয়োজনে জেলা প্রশাসক যুক্ত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন