আকাশের নীল দিয়ে হৃদয়ের ছোয়া দিয়ে সবুজের অরণ্য দিয়ে সাগরের গভীরতা দিয়ে সান্তাহার পৌরবাসী সহ সবাইকে জানাই পবিত্র ঈদ-উল-আযহার অগ্রিম শুভেচ্ছা।''ঈদ মোবারক'' আপনি ও আপনারা স্বাস্থ্যবিধি মেনে ঘরে থেকেই ঈদ আনন্দ উদযাপন করুন।
আসছে শনিবার (১ আগষ্ট ২০২০) মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, সান্তাহার পৌর শাখা, শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মোঃ মুক্তারুজ্জামান( মুক্তা) উপজেলাসহ দেশ ও দেশের বাহিরে সকল মুসলমান ও দলীয় নেতাকর্মীদেরকে অগ্রিম আন্তরিক ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মুক্তারুজ্জামান বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।
হিংসা ও হানাহানি ভুলে ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য ও সম্প্রীতির মেলাবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক, এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্যে এ ঈদ উদযাপিত হতে যাচ্ছে। নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে ও ঈদ উদযাপনের জন্য আহ্বান জানান।
তিনি আরো বলেন, হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। পৌর ও উপজেলা সহ সকল মুসলিম উম্মাহ্’র সুস্বাস্থ্য কামনা করে ঈদের শুভেচ্ছা সহ মোবারকবাদ জানান।
এএইচএম নিউজ/এএইচ মির্জা/শেয়ার করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন