নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি :
জাতীয় মৎস্য সপ্তাহ -২০২০ উপলক্ষে 'মাছের পোনা দেশের সোনা' এই স্লোগানকে সামনে রেখে সান্তাহারে মৎস্য চাষীদের নিয়ে আলোচনা ও চাষীদের মাঝে বিলুপ্তিপ্রায় বিভিন্ন প্রজাতির দেশী পোনা মাছ বিতরণ করা হয়।
জানা যায়, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গত রবিবার বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সান্তাহার প্লাবন ভুমি উপকেন্দ্রের উদ্দ্যোগে উক্ত উপকেন্দ্র চত্তরে এলাকার মৎস্য চাষীদের নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়।
উল্লেখিত প্লাবন ভুমি উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক মৎস্য কর্মকর্তা ডঃ ডেভিড রিন্টু দাসের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় কুমার পাল। অন্যান্যের মধ্যে প্লাবন ভুমি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা মালিহা প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে এলাকার ১৫ জন মৎস্য চাষীদের মাঝে বিলুপ্তিপ্রায় দেশী প্রজাতির ভেদা (নুনা), আইকর,পবদাসহ বিভিন্ন প্রজাতির ৩০ হাজার পোনা মাছ বিতরণ করা হয়।
এএইচএম নিউজ/এএইচ মির্জা/শেয়ার করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন