নিজস্ব প্রতিবেদকঃ
বাঙালি জাতির মুক্তির সনদ বা পূর্ব পাকিস্তানের ম্যাগনার্কাটা হলো ৬ দফা। ৬ দফায় নিহিত ছিল বাঙালি জাতির স্বাধীনতার বীজ। নির্যাতিত নিপীড়িত শোষিত এবং ন্যায্য অধিকার বঞ্চিত বাঙালি জাতিকে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ থেকে মুক্ত করার জন্য বাঙালির প্রাণের দাবি ছিল ৬ দফা । এটি দ্বিধাহীন ভাবে বলা যায় যে, ৬ দফা ছাড়া ৬৯ এর গণ-অভ্যুত্থান হতো না, আর ৬৯ এর গণ-অভ্যুত্থান না হলে সত্তরের নির্বাচন হতো না, নির্বাচন না হলে মুক্তিযুদ্ধ হতো না আর মুক্তিযুদ্ধ না হলে কি হতো তা বলার অপেক্ষা রাখে না।
ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ রাজত্ব শেষে পাকিস্তান নামের একটি রাষ্ট্রের সৃষ্টি হয় যার অংশ দুটি' ১. পশ্চিম পাকিস্তান ২. পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) । জনসংখ্যা ও বৈদেশিক মুদ্রা আয় উভয় দিক দিয়েই পৃর্ব পাকিস্থান এগিয়ে ছিল। কিন্তু তা সত্বেও চরম বৈষম্যের শিকার হতে হয় পূর্ব পাকিস্তানের বাঙালিদের। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামপ্রদায়িক বৈষম্যের সকল সীমা যখন লঙ্ঘিত হয় তখন সকল বৈষম্য নিরসনের উদ্দেশ্য ৬ দফার উত্থাপন হয়।
বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি ১ম ৬ দফা দাবি উত্থাপন করেন এবং তিনি তা আনুষ্ঠানিক ভাবে ২৩শে মার্চ ঘোষণা করেন। বঙ্গবন্ধুর জীবনের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা ৬ দফা । এরপর বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করে ৯ই মে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। তার পরিপ্রেক্ষিতে ৭ই জুন হরতাল ডাকা হয়। এই ৭ই জুন ঐতিহাসিক দিনে পুলিশের গুলিতে শহিদ হন তেজগাঁওয়ে বেঙ্গল বেভারেজের শ্রমিক মনু মিয়া, আজাদ এনামেল অ্যালুমিনিয়াম কারখানার শ্রমিক আবুল হোসেন সহ ১১ জন বীর। এ কারণে ৭ই জুন ৬ দফা দিবস পালন করা হয়।
বাঙালি জাতির মুক্তির দাবি ৬ দফা সম্বলিত ১ম পুস্তিকার নাম ছিল " আমার বাঁচার দাবি ৬ দফা কর্মসূচি "। ৬ দফার দাবি সমূহ -
দাবি-১: পাকিস্তান হবে একটি। ফেডারেশনভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি হবে লাহোর প্রস্তাব।
দাবি-২: প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি ছাড়া সব ক্ষমতা থাকবে প্রাদেশিক সরকারের হাতে।
দাবি-৩: সমগ্র দেশের জন্যে দু'টি পৃথক, অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। অথবা নিয়ম অনুযায়ী একটি মুদ্রা চালু থাকবে।
দাবি-৪: প্রাদেশিক অঙ্গরাজ্যগুলির কর বা শুল্ক ধার্যের ব্যাপারে সার্বভৌম ক্ষমতা থাকবে।
দাবি-৫: দুই অঞ্চলের অর্জিত বৈদেশিক মুদ্রার আলাদা হিসেব থাকবে।
দাবি-৬: পূর্ব বাংলার প্রতিরক্ষা ঝুঁকি কমানোর জন্য আধা সামরিক বা আঞ্চলিক সেনাবাহিনী গঠন ও রাখার ক্ষমতা দিতে হবে।
Words- Alamin Ontim ___✅Please share.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন