একজন মানবিক ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ - AHM NEWS 24.COM

AHM NEWS 24.COM

First of all, visit to know the latest news...

Breaking

Post Top Ad

 

Ahmnews

শুক্রবার, ২৬ জুন, ২০২০

একজন মানবিক ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ

নিজস্ব প্রতিনিধি,আদমদীঘি বগুড়াঃ 
করোনাকালে মানুষের এই সংকটময় মূহুর্তে আদমদীঘি উপজেলাবাসী ইউএনওকে তাদের বিপদের বন্ধু হিসেবে সবসময় পাশে পাচ্ছেন। আক্রান্তদের হাসপাতালে পাঠানো, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করা, করোনায় মৃতদের দাফন-সৎকার, মোবাইলে অসহায় কর্মহীন মানুষের ফোন পেয়ে গোপনে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়াসহ নানা ধরণের কাজ করে করোনাকালে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন ইউএনও একেএম আব্দুল্লাহ বিন রশিদ। আর এ কারণে প্রতিদিন ঘুম থেকে উঠেই উপজেলাবাসী অন্যরকম এক মানবিক প্রশাসনকে দেখতে পাচ্ছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদ জানান, উপজেলার মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সাহায্য-সহযোগিতা করা, অসহায়দের পাশে দাঁড়ানো, উপজেলা প্রশাসনের সেবার মান পরিবর্তনসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য। করোনাকালে কর্মহীন হয়ে পড়া উপজেলার অসহায় ও দুস্থ ১১ হাজার ২০০ পরিবারকে ১১২ টন চাল, ৩ হাজার ১২৭ জনকে ৫ লাখ ৩১ হাজার টাকা ও শিশু খাদ্যের জন্য ১ লাখ ২৮ হাজার ৪০০ টাকা সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে ৮ হাজার ৫০৫ জন, ওএমএস ১ হাজার ৮০০ জন, ভিজিডির ১ হাজার ৯৭৪ জন মানুষের মাঝে চাল বিতরণ করা হয়। পাশাপশি অসহায় ও ছিন্নমুল মানুষ খুঁজে খুঁজে তাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তিদের উপজেলা দাফন-কাফন কমিটির মাধ্যমে দাফন-সৎকার কাজ সম্পূর্ণ করা। উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভসসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী সরবরাহ করা হয়েছে। তিনি আরো জানান, করোনা মোকাবিলায় উপজেলার প্রতিটি এলাকায় সচেতনতার জন্য মাইকিং ও লিফলেট বিতরণ, সামাজিক দূরত্ব বজায় রাখা, বাজারের দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি ঠেকানো, জীবাণুনাশক স্প্রে করা, হাটবাজারে শারীরিক দূরত্ব বজায় রাখতেও কাজ করছেন। বিদেশ ও ঢাকাসহ দেশেরে বিভিন্ন স্থান থেকে আসা ব্যক্তিদের হোম কোয়ারেন্টিনে রাখা ও বাড়ি বাড়ি গিয়ে পরামর্শ প্রদান এবং করোনা উপসর্গ নিয়ে মৃত ৪ ব্যক্তির মরদেহ দাফন কাজ ইতোমধ্যে সম্পন্ন করেছেন। তাছাড়া ওএমএস, টিসিবি পণ্য সঠিকভাবে সরবরাহে সার্বক্ষণিক নজর রাখতেন। করোনা আক্রান্তদের খোঁজখবর রাখা, মসজিদে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা, ত্রাণ বিতরণে সব জায়গায় সহযোগিতা, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার কাজও করেন। জীবনের মায়া ত্যাগ করে মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তিনি রাত-দিন অক্লান্ত পরিশ্রম করায় মানুষের আস্থা ও ভালোবাসা কুড়িয়েছে আদমদীঘি উপজেলা প্রশাসন। 
এএইচএম নিউজ/এএইচ মির্জা/শেয়ার করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad


Pages