সান্তাহারে এস,এস,সি-২০০৭ ও এইচ,এস,সি-২০০৯ ব্যাচের ঈদ উপহার বিতরণ - AHM NEWS 24.COM

AHM NEWS 24.COM

First of all, visit to know the latest news...

Breaking

Post Top Ad

 

Ahmnews

সোমবার, ১০ মে, ২০২১

সান্তাহারে এস,এস,সি-২০০৭ ও এইচ,এস,সি-২০০৯ ব্যাচের ঈদ উপহার বিতরণ


AHMnewsTeam ::: বন্ধুর সাথে বন্ধুর পথ পাড়ি দিবো হোক শপথ” এই স্লোগান কে মনে প্রানে বিশ্বাস করে বগুড়ার সান্তাহারে (এস,এস,সি-২০০৭ ও এইচ,এস,সি-২০০৯) ব্যাচের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দেশে করোনা ভাইরাসের কারনে প্রায় সব কিছু বন্ধ হয়ে আছে। করোনাভাইরাসের প্রথম দফায় বেকার হয়ে পরে দেশের অনেক স্বল্প আয়ের মানুষ, অবস্থা কিছুটা উন্নতি হলেও সেটি বেশি দিন স্থায়ী হয়নি। দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফা আঘাত হানে, আবারো বেকার হয়ে যায় দেশের হত দরিদ্র মানুষ, দেখা দেয় খাবার সংকট, এরুপ পরিস্থিতিতে ০৭-০৯ এর কতিপয় বন্ধু একত্রিত হয়ে অসহায় মানুষের পাশে দাড়ানোর চিন্তা করে। 


উল্লেখ এই ব্যাচ ২০১৫ সাল থেকে প্রতি বছর ঈদে পথ শিশুের ঈদের নতুন জামা দিয়ে আসছিল। ঈদ উপহার বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ০৭-০৯ ব্যাচে, এপি তালুকদার,মেমি,ইসরাত জাহান বণ্য, ফিরোজ, রুহুল আমিন, লাবনি,রঞ্জন, পুস্প, মেমি, আতিকুর, আরিফ, জয়, ওহিদুল,জর্জ,এছাড়াও আর্থিক,শারীরিক মানসিক সহায়তা করেছেন ০৭-০৯ ব্যাচের সকল ব্যাচমেট। 


এই কর্মসূচির অংশ হিসাবে রবিবার ( ৯ এপ্রিল) সকালে ঈদ উপহার হিসাবে ৭৯ জন পরিবারকে দেওয়া হয় ।
১। চাল জিরা-৪ কেজি
২। ডাল-১/২ কেজি
৩। আটা-১কেজি
৪। পিঁয়াজ-১ কেজি
৫। আলু-১ কেজি
৬। তেল-১/২ কেজি
৭। সরিষার তেল-মিনি ১ টা
৮। সেমাই-বনফুল ১ প্যাকেট
৯। চিনি-২৫০ গ্রাম
১০। দুধ- মিনি ১ প্যাকেট
১১। শুকনো মরিচ ১০ টাকা
মোস্তাইন বিল্লাহ মানিক, বলেন আমরা ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অব্যহত রাখবো। চেষ্টা করবো করোনা মহামারি শেষ হলে সামনের ঈদ গুলোতে হত দরিদ্র পথ শিশুদের নতুন কাপড় বিতরণের মাধ্যমে নতুন কিছু করা। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad


Pages