AHMNewsTeam24 ::: বগুড়ার আদমদীঘিতে মেহেদী হাসান (২১) নামের এক আউট সোর্সিংয়ের কর্মিকে ২১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে আদমদিঘী থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মেহেদী হাসান কুসুম্বী গ্রামের বাবুর ছেলে। সে ওই বাজারের একটি ঘরে আউট সোর্সিংয়ের কাজ করতো। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পুলিশ জানায়, আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার, কুসুম্বী বাজার, পূর্বঢাকা রোড, মুরইল বাজার, কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম, চাঁপাপুর বাজার, সাওইল বাজার, নসরতপুরসহ বিভিন্ন গ্রামে একশ্রেনির যুবকরা আউট সোর্সিয়ের কাজ করছে।
বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার এসআই রকিব হোসেন ও এএসআই নজরুল ইসলাম ফোর্সসহ অভিযান চালিয়ে কুসুম্বী বাজারের কেশরতা গ্রামের রাস্তার মোড়ে বিক্রি কালে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আউট সোর্সিং কর্মি মেহেদী হাসান নামের ওই যুবককে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন গ্রেফতার বিষয়টি নিশ্চিত করে জানান, এর পিছনে যারা জড়িত সকলকে গ্রেফতারে অভিযান চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন