Pages

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

আজকের লেখা কবিতা - ✪ সবার উপরে শান্তি ✪



             ✪ সবার উপরে শান্তি ✪ 

 🖋 কলমে-আমিনুল হক জাহাঙ্গীর। 

``````````````````````````````````````````````````````````````````````````


করোনাতে কাঁপছে যখন পুরো দুনিয়া,

ফ্রান্স তখন করলোটা কি অবাক সবার হিয়া।

মুসলমানদের অনুভূতির মূল্য কি নেই সেথায়?

সভ্য দেশ হলেও তারা চিহ্ন টা তার কোথায়? 


কোটি কোটি মুসলমানের হৃদয় উঠলো কেঁদে, 

একই সাথে বিশ্বে সবাই পড়লো ফেটে ক্রোধে।

ইসলাম হলো শান্তির ধর্ম তার মানে নয় এই,

পড়ে পড়ে মরবে তবু লড়বেনা কিছুতেই। 


কেউ যদি দেয় উসকানি আর পা দিয়ে মারে ল্যঙ, 

জেনো নিও প্রতিদানে ভাঙবে তাদের ঠ্যঙ। 

ব্যঙ্গ ছবি আঁকবে তারা নবী মোহাম্মদের, 

তাতে হৃদয় কাঁদবে না কি তাঁর প্রিয় উম্মতের? 


ধর্ম কর্ম অধর্ম বা পাপাচার করুক যতো,

প্রিয় নবীর অসম্মান দেখে জাগে সময় মতো।

ঈমানি চেতনা জেগে ওঠে গর্জে উঠে তারপর,

ময়দানে নেমে লড়াই করে হয় যে ভয়ংকর। 


সাম্প্রদায়িক সম্প্রতি আর পরমত সহিষ্ণুতা, 

ইসলাম শেখায় ভ্রাতৃত্ব আর শেখায় মানবতা।

কিন্তু যদি আঘাত করে কেউ তার ধর্মের উপর,

চুপ করে তারা থাকেনা বসে ঘরেতে অতঃপর। 


করোনা আঘাত আর অপমান কোথাও মুসলিমেরে, 

 হাতে হাত আর কাঁধে কাঁধ হয়ে চলো পরষ্পরে, 

একসাথে চলা খানাপিনা কোনো কাজে নেই মানা,

 সকল ধর্মের মূল্যবোধ সব চাই সকলের জানা। 


কোনো ধর্মই বলেনাতো করতে হিংসা জীবে,

এত রক্ত এতো প্রাণ ঝরে কেন হায় তবে?

যারা এসব করায় বলো কি লাভ হয় যে তাতে?

এর চেয়ে ভাই ভালো কি বলো থাকলে গো শান্তিতে? 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন