Pages

শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০

আদমদীঘিতে মডেল মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন




এ এইস মির্জা,আদমদীঘি, (বগুড়া)::                   
 বগুড়ার আদমদীঘিতে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে উপজেলা সদরে তিনতলা বিশিষ্ঠ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফলক উন্মোচন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা করা হয়েছে। শুক্রবার ৩০ অক্টোবর বেলা ১১ টায় করা ওই 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।


আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান রাজু, গণপূর্ত অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী বাকীউল্লাহ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সদর ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, চাপাপুর ইউপি চেয়ারম্যান সামছুল হক, কুন্দুগ্রাম ইউপি চেয়ারম্যান এস.এম বেলাল হোসেন, সান্তাহার ইউপি চেয়ারম্যান এরশাদুল হক টুলু, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু। এ সময় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিম বৃন্দ উপস্থিত ছিলেন। 


জেলা প্রশাসক বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামী ফাউন্ডেশন নিয়ে বিগত সরকার আমলে ব্যাপক অবহেলা দেখানো হয়েছে। বঙ্গবন্ধু কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটিকে আধুনিকায়ন করছেন। দেশে মোট ৫৬০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্প চলমান রয়েছে। তিনি আরোও বলেন, দৃষ্টি নন্দন মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র থেকে সারা দেশের মত আদমদীঘি উপজেলার সকল ইসলামী কর্মকান্ড পরিচালিত হবে।


https://ahmnews24.blogspot.com/2020/10/blog-post_30.html

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন