Pages

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বিনামূল্যে টিকার রেজিষ্ট্রেশন করে দিতে গ্রামে গ্রামে শুভসংঘের টিম


AHMnewsTeam ::: কালের কন্ঠ-শুভসংঘ'র বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে গ্রামে গ্রামে গিয়ে বিনামূল্যে করোনা টিকার রেজিষ্ট্রেশন করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সান্তাহার ইউপির হেলালিয়াহাট এলকায় এ কার্যক্রম শুরু করা হয়৷ এসময় উপস্থিত ছিলেন কালের কন্ঠ-শুভসংঘ'র প্রধান উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম, উপদেষ্টা নাহিদ সুলতানা তৃপ্তি, কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, শুভসংঘ'র উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব এস. এম জিল্লুর রহমান কমল, সহ-সভাপতি আহসান হাবীব তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসিবুল ইসলাম শাকিল, ক্রীড়া সম্পাদক লেমন মাহবুব, সদস্য শাকিলা আক্তার, আবু সাঈদ ও আমিনুল ইসলাম সোহাগ প্রমূখ।  

কালের কন্ঠ-শুভসংঘ'র আদমদীঘি শাখার প্রধান উপদেষ্টা আলহাজ্ব নজরুল ইসলাম জানান, এখনো গ্রামের অনেক মানুষ করোনা টিকা নেন নি। আবার অনেকে জানেন না কিভাবে রেজিষ্ট্রেশন করতে হয় বা কোথায় গেলে করা যাবে এরকম নানা সমস্যার কারনে অনেকেই টিকা নিতে পারেন নি। টিকা নিতে উৎসাহ বাড়াতে উপজেলার প্রত্যন্ত গ্রামে গিয়ে বিনামূল্যে রেজিষ্ট্রেশন করে দেয়া হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন