Pages

রবিবার, ১ আগস্ট, ২০২১

মোবাইলের অভিমানে, যুবকের আত্মহত্যা


AHMnewsTeam ::: বগুড়ার আদমদীঘিতে মোবাইল ফোন কিনে না দেওয়ায় বাবা-মায়ের উপর অভিমান করে বিজয় (১৮) নামের এক যুবক বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের অন্তাহার গ্রামের আব্দুল হামিদের ছেলে। এ ঘটনায় রবিবার দুপুরে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পুলিশ ও স্থানিয় সূত্রে জানাগেছে, গত কয়েক দিন ধরে বিজয় তার বাবা-মায়ের নিকট একটি মোবাইল ফোন চায়। এমতাবস্থায় বাবা-মা ফোন কিনে দিতে না পারায় সে শনিবার বিকেলে সকলের অজান্তে নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যায়। ওই দিন রাত ১১টায় সেখানে তার মৃত্যু হয়।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন জানান, ফোন কিনে দিতে না পারায় বাবা-মায়ের উপর অভিমান করে ওই যুবক আত্মহত্যা করে। কোনো বাদী না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন