Pages

রবিবার, ৪ জুলাই, ২০২১

সান্তাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার সরদারের দাফন সম্পন্ন


AHMnewsTeam ::: বগুড়ার সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী সরদার (৮২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত শনিবার রাত ১২টায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার  সান্তাহার ইউনিয়নের সান্দিড়া পশ্চিম পাড়ার মৃত সদু সরদারে ছেলে।

রবিবার ৪ জুলাই বাদ জোহর সান্তাহার ইউপির সান্দিড়া ফুটবল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন ও থানার ওসি জালাল উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী সরদারের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন, আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আকরাম জোয়ারদার, শ্যামল ঢালী, রবিন, মেজবাউল ও জিললুর রহমান প্রমূখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন