অনলাইন ডেস্ক : করোনাকালীন সময়ে বগুড়ায় পবিত্র ঈদ-উল-আজহার নামাজ ঈদগাহের পরিবর্তে সকল মসজিদে অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সালাহ উদ্দিন আহমেদ।
তিনি জানান, সরকারের দেওয়া প্রজ্ঞাপনে ঈদের নামাজ ঈদগাহের পাশাপাশি মসজিদে করার কথা উল্লেখ করা হয়েছে। তবে স্থানীয় প্রশাসন ইচ্ছে করলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে। বগুড়ায় করোনা সংক্রমণের হার বেশি হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে ঈদগাহে ঈদের নামাজ বন্ধ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন