Pages

শনিবার, ১৭ জুলাই, ২০২১

গরুর কাছে হর্ণ বাজালেন ট্রাক চালক, অত:পর প্রাণ গেল পশুটির


AHMnewsTeam ::: বগুড়ার সান্তাহার হাট থেকে কোরবানির গরু কিনে বাড়ি ফেরার পথে একটি ট্রাক চাপায় পশুটির প্রাণ গেছে। আজ শনিবার (১৭ জুলাই) বিকেলে সান্তাহার পৌর শহরের হেমুতখালি এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় ট্রাক চালককে আটক করেছে পথচারিরা।

জানাগেছে, শনিবার সান্তাহার রাধাকান্ত হাট থেকে কোরবানির জন্য ৭২ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু কিনে বাড়ি ফিরছিলেন নগর কুসম্বীর ইসমাঈল হোসেন নামের এক ব্যাক্তি। তিনি গরুটি নিয়ে হেটে সান্তাহার পৌর শহরের হেমুতখালি এলাকায় পৌঁছলে ছাতিয়ানগ্রাম থেকে সান্তাহার আসার পথে (ঢকা মেট্রো ট ১৮-৮০৪৫) নম্বরের একটি খালি ট্রাক গরুটির কাছে এসে হর্ণ বাজালে গরুটি আতঙ্কে গাড়ির সামনে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই গরুটি মারা যায়। এ ঘটনায় ট্রাক এবং চালককে আটক করে পথচারিরা।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, পুলিশকে বিষয়টি অবগত করা হয়নি। তবে ঘটনা শুনেছি দু’পক্ষ বৈঠকের মাধ্যমে গরু মালিককে ওই ট্রাক চালক ৪৫হাজার দিয়ে বিষয়টি মিমাংসা করেছে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন