Pages

শনিবার, ১ মে, ২০২১

সান্তাহারে মে দিবসে শ্রমিক লীগের মাক্স বিতরণ


AHMnewsTeam :::  আজ (১ মে) মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। আর এই দিবসটি উপলক্ষে করোনা পরিস্থিতিতে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ শ্রমিক ও পথচারীসহ নিম্ন আয়ের মানুষের মাঝে করোনার সংক্রমণ রোধে বগুড়ার সান্তাহার পৌর এলাকায়  মাস্ক বিতরণ ও সচেতনতা করেছেন সান্তাহার পৌর শ্রমিকলীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুক্তারুজ্জামান।


শনিবার (১ মে) সন্ধায় উপজেলার সান্তাহার পৌর রেলগেট, বেবী স্ট্যান্ড ও এর আশেপাশে সাধারণ শ্রমিক ও পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় শ্রমিক লীগের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। 


সান্তাহার পৌর শ্রমিক লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মুক্তারুজ্জামান বলেন, সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে আমার সামান্য প্রচেষ্টা মাত্র। সকলে মাক্স ব্যবহার করুন, পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলুন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন