Pages

মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

সান্তাহারে লাল-সবুজের পতাকা বিক্রি



AHMnewsTeam ::মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে ফেরি করে জাতীয় পতাকা বিক্রি শুরু হয়েছে। ডিসেম্বরের শুরু থেকে পতাকা হাতে ফেরিওয়ালারা ঘুরে বেঁড়াচ্ছেন পৌর শহরের হাট, বাজারসহ বিভিন্ন রাস্তার আনাচে কাঁনাচে। 


এছাড়া বিজয় দিবসের বিভিন্ন উৎসবে যোগ দিতে শিশু, কিশোর, তরুণদের হাতে নতুন পতাকার স্টিক শোভা পায়। এতে জাতীয় পতাকার চাহিদা বেড়ে যায়। এ কারণে দেশের বিভিন্ন স্থান থেকে পতাকার ফেরিওয়ালারা সান্তাহার শহরে অবস্থান নেয়। ডিসেম্বর মাসের শুরু থেকে তারা ফেরি করে পতাকা বিক্রি শুরু করে। ১৬ ডিসেম্বর পর্যন্ত বিক্রি শেষে করে ১৭ ডিসেম্বর তারা ফিরে যান। 


জানা যায়, প্রতি বছর বিজয় দিবস এলে এলাকার মানুষের মধ্যে পতাকা কেনার ধুম পরে। ১৬ ডিসেম্বরের দিনে সবাই নতুন পতাকা উড়াতে চায়। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ছাড়াও বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, যানবাহনে বিজয় দিবসের পতাকা উড়ানো হয়। 


এমনই একজন ফেরিওয়ালা এমদাদুল এর সাথে কথা হলো। তার বাড়ি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বোড়াদিয়া গ্রামে। তিনি জানান, তারা চারজন সান্তাহার শহরে এসেছেন এই মাসের প্রথম দিকে। শহরে একটি ভাড়া বাসায় অবস্থান করছেন। সেখানে তারা রাতে বিভিন্ন মাপের পতাকা তৈরী করেন। সকালে হাতে-কাঁধে পতাকা নিয়ে বিক্রির জন্য বেড়িয়ে পড়েন। তিনি আরোও জানান, বিজয় দিবস উপলক্ষে এ এলাকায় পতাকা কেনার ধুম পরে। এ কারণে তারা গত ৪ বছর ধরে সান্তাহার শহরে, হাট-বাজারে পতাকা ফেরি করে বিক্রি করছেন। 


পতাকা বিক্রেতা এমদাদুল জানান, শুধু জীবিকার জন্যই এই পতাকা বিক্রি করা নয়। এ পেশার মধ্যে রয়েছে দেশাত্মবোধ ও দেশপ্রেম। তবে এবছর পতাকার দাম বাড়েনি। গত বছরের মত ৫০ টাকা থেকে ২শ টাকায় পতাকা এবং ১০ টাকায় পতাকা স্টিক ও হেড বেল্ট বিক্রি করছেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন