বর্তমান সরকার জনবান্ধব সরকার - মজিবর রহমান মজনু - AHM NEWS 24.COM

AHM NEWS 24.COM

First of all, visit to know the latest news...

Breaking

Post Top Ad

 

Ahmnews

সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

বর্তমান সরকার জনবান্ধব সরকার - মজিবর রহমান মজনু


AHMnewsTeam ::: বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশ ও জনবান্ধব সরকার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশকে উন্নয়নের মহাসড়কে রূপান্তরিত করেছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বিএনপি সরকার ক্ষমতায় থাকা কালীন কৃষকদের সারের জন্য হাহাকার করতে হয়েছে। অথচ বর্তমান আওয়ামীলীগ সরকারের সময় কৃষকদের সার, বীজ সহ কোনটারই ঘাটতি নেই। আওয়ামীলীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর মানবতার মা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনেই বিনামূলে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন। তিনি আরোও বলেন, বিএনপি জামায়াতের ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তারা সুযোগ পেলেই জ্বালাও পোড়াও এর মাধ্যমে এ দেশকে বোমার রাষ্ট্র বানাতে চায়। 


তিনি সোমবার দুপুরে উপজেলা চত্ত্বরের শহীদ মিনার প্রাঙ্গনে আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াহেদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। 




সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা আল রাজি জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম,আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, সাজেদুর রহমান চম্পা, শামীমুল হুদা খন্দকার, সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু, জার্জিস আলম রতন, এস.এম বেলাল হোসেন, প্রচার সম্পাদক জি.আর.এস শাহজাহান, উপ-প্রচার সম্পাদক মিহির কুমার সরকার, মহিলা আওয়ামী লীগের সভাপতি মনজু আরা বেগম, সাধারণ সম্পাদক সালমা বেগম চাঁপা, আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল কাশেম, এস.এম জাহিদুল বারী, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান মন্টি, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আওয়ামীলীগ নেতা সুমিনুল ইসলাম সুমন প্রমূখ। 




সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে পুনরায় ৩ বছরের জন্য এ্যাড. ওয়াহেদুজ্জামান জামান সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad


Pages