AHMNewsTeam24 ::: আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি অফিসের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ নভেম্বর বেলা ১২টায় ২০১৯-২০ অর্থবছরে উপজেলার ইন্দইল আমন বীজ উৎপাদন খামারে বাস্তবায়িত ব্রি ধান-৯০ জাতের এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
আদমদীঘির উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ দিপ্তী রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপপরিচালক কৃষিবিদ মো. দুলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম প্রামাণিক, বগুড়ার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ আ. জা. মু. আহসান শহীদ সরকার, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো. শাহাদুজ্জামান প্রমূখ।
এসময় বক্তব্যে প্রধান অতিথি বলেন, ব্রি ধান-৯০ একটি উচ্চ ফলনশীল, সুগন্ধি, চিকন ও সর্বাধিক জাত, যা চাষ করলে রবি ফসল যথাসময়ে চাষ করে প্রতি ইঞ্চি জমির ব্যবহার নিশ্চিত করা সহজ হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন