Pages

সোমবার, ১৭ আগস্ট, ২০২০

আজকের কবিতা- 'আর কত!

  


 'আর কত! 


 লেখক : আমিনুল হক জাহাঙ্গীর।

 °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°


মানুষ মোরা সবার সেরা বিশাল জীবজগতে,

হঠাৎ করে হেরে গেলাম, অনুজীবের সাথে

লড়তে গিয়ে,মরছে মানুষ রোজই শত শত,

লাখো লাখো আক্রান্তও হচ্ছে যে অবিরত।


প্রতিষেধক নেইযে কোথাও নেইযে চিকিৎসা,

ভয়ে ভয়ে মরছে মানুষ পাচ্ছেনা কোন দিশা।

ঘরে ঘরে বন্দী মানুষ হোম কোয়ারেন্টেনে,

এত কষ্টের জীবন বলো কেমনে নেবো মেনে?


রাস্তা-ঘাটে যায়না চলা,যায়না হাট বাজারে,

শঙ্কিত সব মানুষ এখন মরার আগেই মরে।

পুলিশ পেটায় হাট-বাজারে মানুষ হলে জড়ো,

আর্মি দেখে ভয়ে মানুষ কাঁপে যে থরোথরো।


চায়ের দোকান বন্ধ এখন সকাল দুপুর রাত,

দেখা হলে বন্ধু এখন মেলায়না হাতে হাত।

হাই হেলোতে কর্ম সারে পালায় কোন মতে,

কোথায় গেলো আলগা পিরিত বলো কোন পথে?


চেনা মানুষ লাগে যে এখন অনেক অচেনা,

ভাল লাগেনা কোন কিছুই মন যে মানেনা।

আর কত দিন চলবে বলো এমন করে দিন,

কবে ফিরে আসবে আবার পৃথিবী রঙিন? 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন