Pages

মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

আদমদীঘিতে ভিজিএফ‘র চাল জব্দসহ চাল ব্যবসায়ীর ১ মাসের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, আদমদীঘি :

বগুড়ার আদমদীঘিতে দু:স্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা ভিজিএফ‘র চাল কেনার অপরাধে বাচ্চু প্রামানিক নামের চাল ব্যবসায়ীকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

এসময় তার নিকট থেকে সাড়ে ৪বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। সাজাপ্রাপ্ত বাচ্চু প্রামানিক উপজেলার তালশন গ্রামের অহির প্রামানিকের ছেলে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার মাদরাসা মাঠ এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদ চালসহ আটক ও সাজা প্রদান করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মঙ্গলবার সকালে আদমদীঘি সদর ও ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের আওতায় ঈদুল আযহা উপলক্ষে দু:স্থদের মাঝে সরকারি ভাবে বিনামূল্যে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরন শুরু হয়। আদমদীঘি সদরের মাদরাসা মাঠে দু:স্থদের দেয়া ভিজিএফ‘র চাল ব্যবসায়ী বাচ্চু প্রামানিক কিনছিলো।

এসময় ট্যাগ অফিসারের দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শরিফ উদ্দীন জানতে পেরে প্রশাসনকে বিষয়টি অবগত করেন। এ খবরে ভ্রাম্যমান আদালত টিম সেখানে অভিযান চালিয়ে চাল ব্যবসায়ী বাচ্চু প্রামানিককে সাড়ে ৪ বস্তা চালসহ আটক করে। পরে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

এএইচএম নিউজ/এএইচ মির্জা/শেয়ার করুন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন