Pages
▼
মঙ্গলবার, ৯ জুন, ২০২০
বগুড়ার সান্তাহারে ব্যাংক কর্মকর্তাসহ আক্রান্ত-২
নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় গত ২৪ ঘন্টায় সরকারি সংস্থার দুই কর্মকর্তা করােনা পজেটিভ সনাক্ত হয়েছেন। তাঁরা হলেন সোনালী ব্যাংক সান্তাহার শাখার কর্মকর্তা মো: আহসান হাবীব(৩৫)। এবং আদমদীঘি উপজেলা হিসাব রক্ষণ অফিসের অডিটর মো: আব্দুল মজিদ(৫২)। গতকাল সোমবার রাতে তাঁদের দেহে কোভিড -১৯ শনাক্তের তথ্য নিশ্চিত হওয়া যায়। এপর্যন্ত উপজেলায় মোট আক্রান্ত ১৫ জন হলেও তার মাঝে বর্তমানে ১৩ জন সুস্থ্য আছেন।
আদমদীঘি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন। তিঁনি গণমাধ্যম কর্মীদের বলেন, সোনালী ব্যাংক সান্তাহার শাখা লকডাউন করার জন্য উর্ধতন কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। কিন্তু রিপোর্ট পাঠানোর সময় পর্যন্ত ব্যাংক শাখাটি খোলা অবস্থায় দেখা যায়। অপর দিকে উপজেলা হিসাব রক্ষণ অফিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর বিধায় লকডাউনের পদক্ষেপ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন