Pages

মঙ্গলবার, ২ জুন, ২০২০

ভালোবাসি দেশকে 🇧🇩


ভালোবাসি দেশকে...

'বাংলাদেশ' এক অপরুপ স্বপ্নে সাজানো,সোনালী রোদে চিকচিক করা এক টুকরো সবুজের সমারহ।
বাংলার মাঠ,ঘাট,নদীনালা এ সব উপলদ্ধি করেই, নজরুল, রবীন্দ্রনাথ আরও কত শত কবি রচনা করে গেছেন তাদের কাব্য রচনা। কিন্তু বড় দুঃখের বিষয়,আজ আমাদের বাংলার এই ঐতিহ্য দিন দিন হারিয়ে যাচ্ছে। শহরের বড় বড় দালান কোঠায় ঢাকা পরে এই সব ঐতিহ্য। কেও কি আর আসবে পল্লি কবি 'জসিম উদ্দিন'এর নক্সী কাঁতার মাঠ নিয়ে? জানি আসবেনা।আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আমাদের কেই আগলে রাখতে হবে যতটুকু পারা যায়। জানি সবাই আমার কথায় সবাই মাথা ঘামাবে না। তবুও বলছি, আসুন ভালোবাসি দেশকে,দেশের মানুষকে।

এএইচএম নিউজ/এএইচ মির্জা/শেয়ার করুন। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন